প্লে অফের ম্যাচ দেখতে মমতাকে আমন্ত্রণ সিএবির, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আইপিএলের প্লে-অফ ম্যাচ ঘিরে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে মহানগর। আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে আইপিএলের প্লে-অফে মুখোমুখি হতে চলেছে প্রথম চারটি দল। আজ গুজরাট টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। বুধবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দুই ম্যাচে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল সিএবি। মুখ্যমন্ত্রীও বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য।

সিএবির তরফে আমন্ত্রণ বার্তা পাওয়ার পর পাল্টা শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সিএবিকে। আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আর একইসঙ্গে খুব খুশি। এত সময় পরে কলকাতায় আবার আইপিএলের আসর বসতে চলেছে। সমস্ত অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাই। কলকাতায় যে ক’দিন থাকবে তা হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। দুটো প্লে অফ ম্যাচ সব অর্থেই হয়ে উঠুক দারুণ সফল।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন