বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট বৈঠক

বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার জরুরি বৈঠক। এই বৈঠক ঘিরে জল্পনা শুরু রাজনীতিক মহলে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জল্পনা তুঙ্গে। মন্ত্রিসভায় নতুন মুখ আসা নিয়েও শুরু আলোচনা। বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, তাপস রায়ের নাম নিয়ে উঠছে গুঞ্জন।

সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পরে বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিকেল ৩টের সময় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে বলেই খবর। চলতি সপ্তাহে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, এসএসসি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব বদলও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই সম্ভবত একই সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক