কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েনে অসন্তুষ্ট প্রধান বিচারপতির বেঞ্চ, বিশেষ নির্দেশ কমিশনকে

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ছবি: রাজীব বসু

কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের জন্য সবরকম সহযোগিতা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বাহিনীর জন্য ন্যূনতম বন্দোবস্তও করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের।

এদিন পঞ্চায়েত ভোটে বাহিনী মামলায় হলফনামা দিতে হাই কোর্টের হাজির হয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কিন্তু কমিশনার হলফনামায় খুশি নয় হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কমিশনার যে হলফনামা দিয়েছেন, তাতে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হয়েছে। যেখানে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে সেখানে সংক্ষিপ্ত জবাব দেওয়া হয়েছে। যা সন্তোষজনক নয়।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের সরকার কোনো অর্থ দাবি করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আইনজীবী আদালতকে এ দিন জানান, বাহিনীর জন্য ন্যূনতম বন্দোবস্তও করেনি রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দু’দফায় চিঠি দেওয়া হয়েছে কমিশনকে।

এ প্রসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, বাহিনী মোতায়েন করা ও তাদের থাকা-খাওয়ার ব্যাপারে পরিকল্পনা কী আছে, কমিশন জানাক কেন্দ্রকে। আদালত সেটাই চায়। এরপরই হাই কোর্টের বার্তা, ভোটারের আত্মবিশ্বাস বাড়াতে পদক্ষেপ করুক কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য-কেন্দ্র টানাপোড়েনে ইতি টানতে বলেন প্রধান বিচারপতি। এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন,”কিছু একটা করুন যাতে মানুষ ভরসা পায়”।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে