প্রাথমিক প্যানেল প্রকাশ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

কলকাতা: ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ প্যানেল প্রকাশ এবং তা আদালতে জমা করার নির্দেশের দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর জন্য তিনি দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তাঁর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্যদ এবং বর্তমান চাকরিরত শিক্ষকদের একাংশ। এ দিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল।

পর্ষদের আইনজীবী এ দিন বলেন, ‘ছয়-সাত বছর পর আবার প্যানেল সামনে আনতে বলা হচ্ছে। দশ বার প্যানেল প্রকাশ করা কী ভাবে সম্ভব?’ তবে একক বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেলেও, মামলা ফেরানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ এ দিন জানায়, প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে। তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ।

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মোট ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ার কথা বলা হয়েছিল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন