সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ পেলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ পেলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছে।

যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তাহলে ২০৩১ সালের ২৬ মে দেশের প্রধান বিচারপতি হবেন বিচারপতি বাগচী। ২০১৩ সালে আলতামাস কবীরের অবসরের পর এই প্রথম কলকাতা হাই কোর্টের কোনও বিচারপতি দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন।

২০১১ সালে কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসাবে যোগ দেওয়া বিচারপতি বাগচী দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২১ সালে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে বদলি করা হলেও পরে কলকাতা হাই কোর্টে ফেরানো হয়।

এছাড়াও, কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডনকে ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন