আজ এসএসসি নিয়োগ মামলার রায় ঘোষণা হাইকোর্টে

কলকাতা: দীর্ঘ সওয়াল-জবাব এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে এ বার এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। সোমবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে আছেন বাংলার মানুষ।

২০১৬ সালে এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং ওই বছরেই স্কুলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির মামলা অন্যতম গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলাতেই তার রায় জানাবে হাইকোর্ট। ওয়াকিবহাল মহলের মতে, ২৪ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে এ দিন। তাতে চাকরি পেতে পারেন অনেকে। আবার বাতিল হতে পারে অনেকের চাকরি। এমনকী এই দিনেই (‌২২ এপ্রিল)‌ ৩৫০টি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের প্রকাশিত মামলার তালিকা অনুযায়ী, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করতে চলেছে। যাতে কোনো ভাবেই এই রায়কে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে কোনো রকম গোলমাল না হয়, সেদিকেও আগাম নজর রাখা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক