কলকাতা: জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। ৯ জানুয়ারি পর্যন্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের কোনও বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন জারি করবে না বলেই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
পঞ্চায়েত ভোট সংক্রান্ত শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এই মামলার প্রেক্ষিতে সবপক্ষের হলফনামা চেয়েছেন বিচারপতি। পাশাপাশি তাঁর আশা, নির্বাচন কমিশন তড়িঘড়ি এমন কোনো বিজ্ঞপ্তি জারি করবে না যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়। আগামী শুনানি ৯ জানুয়ারি।
ভোটের আগে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরে পুনর্বিন্যাস হচ্ছে। সেই পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ নিয়ম মেনে হচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। ২০১৩ সালের কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট এবং ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু তাঁর আবেদনে বলেছিলেন, আসন্ন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন শুভেন্দু।
সেই মামলার শুনানিতে এ দিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানি, অর্থাৎ ৯ জানুয়ারির আগে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি যাবে না। শুভেন্দুর এই মামলার প্রেক্ষিতে উভয়পক্ষেরই হলফনামা চেয়েছে আদালত। হলফনামা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। হলফনামা দেবেন মামলাকারীও।