কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ওই মামলা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার নির্দেশ আদালতের।
একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছিলেন মন্ত্রী। রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করেছিলেন কারামন্ত্রী আর সেই নিয়েই উত্তাল হয় রাজ্য থেকে জাতীয় রাজনীতি। জল গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলায় নাম জোড়া হয়েছিল মুখ্যমন্ত্রীর। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর মামলা থেকে বাদ দিতে হবে মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবীদের যুক্তি ছিল, এই মামলাতে মুখ্যমন্ত্রীকে পার্টি করার গ্রহণযোগ্যতা নেই। কারণ তাঁর কাছে কেউ সমাধান চেয়ে আসেননি। তিনি এই মামলায় যুক্ত থাকতে পারে না। তাই মামলা থেকে নাম বাদ দিতে আবেদন করা হয়। সেই আবেদন মেনে নিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।