কলকাতা: হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ২০০৯ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ১৬৩২ শূন্যপদে নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগ হবে দক্ষিণ ২৪ পরগনায়। দু’সপ্তাহের মধ্যে পদক্ষেপের নির্দেশ।
১৬৩২ পদে প্রাথমিক পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ২০০৯ সালে, লিখিত পরীক্ষার পরও বাতিল ঘোষণা হয় ২০১১-য়। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দু’সপ্তাহের মধ্যে ২০০৯ সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। উত্তর ২৪ পরগনা, মালদহ এবং হাওড়ার মতো দক্ষিণ ২৪ পরগনা জেলার ২০০৯ সালের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে।
চাকরির দাবিতে মামলাটি করেছিলেন প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রায় এক হাজার প্রার্থী। তাঁদের আইনজীবী সৌমেশকুমার ঘোষ জানান, ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনায় ১,৮৩৪ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। লিখিত পরীক্ষাও হয়। চারটি জেলায় পরীক্ষায় কারচুপির অভিযোগ ওঠে। তার পরে ২০১১ সালে সেই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। ২০১৪ সালে ফের পরীক্ষা হয়। সেই থেকে মেধাতালিকা প্রকাশ হয়নি।
তিনি আরও বলেন, পরে মালদহ, হাওড়া, উত্তর ২৪ পরগনায় ২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হয়। বাকি থেকে যায় দক্ষিণ ২৪ পরগনার নিয়োগ প্রক্রিয়া। এ দিন দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রেও একই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।