বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত মামলা

কলকাতা: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত মামলা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে সব মামলার শুনানি হতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেগুলি সরিয়ে নেওয়া হল। মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে এ কথা জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার দায়িত্ব দেওয়া হল হাইকোর্টেরই অন্য এক বিচারপতিকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর স্বাক্ষরিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এর পর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে নিলেন তিনি। তা হলে এ বার কোন মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

জানা গিয়েছে, এ বার বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। এ ছাড়া শিক্ষা মামলায় গ্রেফতারি সংক্রান্ত কিছু মামলা থাকবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন