বাংলার পরিযায়ী ছয় শ্রমিককে বাংলাদেশি বলে দেগে দিল্লি থেকে ‘পুশ ব্যাক’ করে বাংলাদেশে পাঠানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনায় সব পক্ষের বক্তব্য শুনতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী বুধবার।
বীরভূমের পাইকার গ্রামের তিন জন-সহ মোট ছয় জন পরিযায়ী শ্রমিক, যাঁদের মধ্যে দু’জন নাবালক, তাঁদের গত মাসে দিল্লির কে এন কাটজু থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। অভিযোগ, প্রমাণ থাকা সত্ত্বেও তাঁদের পরিচয় যাচাই না করেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পরিবারের সদস্যরা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সাহায্যে কলকাতা হাইকোর্টে মামলা করেন। আদালত জানায়, মুখ্যসচিবদের মধ্যে সরাসরি যোগাযোগ করে বিষয়টি সমাধানে পদক্ষেপ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকার ও দিল্লি সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী মন্তব্য করেন, আদালত চাইলে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চাওয়ার পূর্ণ অধিকার রাখে।
এর আগেও ওডিশায় বাংলার শ্রমিকদের আটকে রাখার ঘটনায় হস্তক্ষেপ করে আদালত। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলল আদালত।