ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ মঙ্গলবার জানায়, ১৪০টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন ওবিসি তালিকার বিজ্ঞপ্তি আপাতত স্থগিত থাকবে। তবে ২০১০ সালের আগে ১৯৯৩ সালের আইন অনুযায়ী যাঁরা ওবিসি শংসাপত্র পেয়েছেন, তাঁদের চাকরি ও ভর্তি সংক্রান্ত নিয়োগে কোনও বাধা নেই।
আদালত কড়া ভাষায় জানায়, রাজ্য বারবার আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। বিচারপতি মান্থা বলেন, “২০১২ সালের আইন সংশোধন না করে ১৯৯৩ সালের আইনে কেন ফিরলেন?” বিচারপতি চক্রবর্তী জানান, “সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত রাজ্যকে পদক্ষেপ করতে নিষেধ করেছিলাম। তবু নতুন বিজ্ঞপ্তি কেন?”
গত বছর আদালতের নির্দেশে ২০১০ সালের পরের ৬৬টি সম্প্রদায়ের ওবিসি শংসাপত্র বাতিল হয়। রাজ্য পরে নতুন তালিকা প্রকাশ করে, যার বিরোধিতায় ফের মামলা হয়। মামলাকারীদের অভিযোগ, ঠিকমতো সমীক্ষা হয়নি। জনসংখ্যা সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট তথ্য নেই।
এ প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “কোর্ট বলেছে পদ্ধতি ঠিক হয়নি। সরকার আদালতের নির্দেশ অনুযায়ীই কাজ করবে।”
এই মামলার পরবর্তী শুনানির অপেক্ষায় রাজ্য ও মামলাকারীরা।