ফের থমকে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নতুন নির্দেশ হাইকোর্টের

ডেস্ক: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের জটিলতা। অভিযোগের গেরোয় ফের থমকে গেল নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড় জমা পড়েছে কমিশনের কাছে। সেই সমস্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত নিয়োগ সুপারিশ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বুধবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের কাছে জানায়, অভিযোগের সংখ্যা ২৫ হাজারের বেশি। আদালতের দেওয়া ৩ মাস সময়ের মধ্যে এসএসসি সাড়ে ৬ হাজার অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছে। তাই বাকি অভিযোগ খতিয়ে দেখার জন্য আরও ৩ মাস সময় দেওয়া হোক।

কমিশনের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশনকে আরও ৩ মাস সময় দেওয়া হল। কিন্তু এই সময়ের মধ্যেই নিয়োগ করতে পারবে না কমিশন। হাইকোর্টে এই মামলার শুনানি ১৫ সপ্তাহ পর। শিক্ষা দফতরের সহ-অধিকর্তাকে প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: ট্যাঙ্কার এবং বাসের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ, রাজস্থানের বারমেরে হত অন্তত ১২

উল্লেখ্য, ২০১৫ সালের টেটের মাধ্যমে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু হাইকোর্টে দায়ের হওয়া একাধিক মামলার জেরে থমকে যায় নিয়োগ। শেষমেশ হাইকোর্টের নির্দেশের পর গত ১৯ জুলাই থেকে শুরু হয় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া। কিন্তু সব অভিযোগের নিষ্পত্তি করতে পারেনি কমিশন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক