এসএসসি দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আজ, শুক্রবার গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ সকাল সাড়ে ১০টায় এই রায় দেবেন বলে জানিয়েছে আদালত।
রাজ্যের তরফে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন একাংশ চাকরিপ্রার্থী। মামলাকারীদের যুক্তি, এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।
শুনানিতে বিচারপতি সিংহ প্রশ্ন তোলেন, কেন এই অঙ্ক নির্ধারণ করা হল? কিসের ভিত্তিতে? কেন কোনও পর্যালোচনা বা স্ক্রুটিনি ছাড়া এত দ্রুত ভাতা দেওয়ার ঘোষণা করা হল? সেই প্রশ্নের উত্তর মেলেনি। রাজ্যের পক্ষ থেকে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতিকাণ্ডে প্রায় ২৬ হাজার গ্রুপ সি ও ডি কর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাঁদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তবে তা নিয়ে আদালতের স্থগিতাদেশের দাবি জানিয়ে মামলা দায়ের হয়।