কলকাতা: ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত সপ্তম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল শুক্রবার (১৫ মার্চ, ২০২৪)। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এ নন্দলাল বসু এবং যামিনী রায় গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী রবিবার (১৭ মার্চ) পর্যন্ত।
উদ্যোক্তারা জানালেন, এ বারের প্রদর্শনীতে ৪৩৯টি ছবি স্থান পেয়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগুন্তি চিত্রগ্রাহক এই প্রদর্শনীতে অংশ নেওয়ার আবেদন করেন। তবে বিভিন্ন কারণে, অংসখ্য ছবিকে জায়গা করে দেওয়া যায়নি।
শুক্রবার দুপুরে যামিনী রায় গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক শম্ভু সেন। তিনি বলেন, “এই প্রদর্শনীর একটি উদ্দেশ্য যাঁরা ফোটোগ্রাফিতে হাত পাকাচ্ছেন তাঁদেরও উৎসাহিত করা। অনেকের মনে হতে পারে, এমন কিছু ছবিকে জায়গা দেওয়া হয়েছে, যেগুলো হয়তো প্রদর্শনীতে ঠাঁই পাওয়ার যোগ্য নয়, কিন্তু তাঁদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। এখন যিনি সাধারণ ছবি তুলছেন, কে বলতে পারে কয়েক বছর বাদে তাঁর হাত দিয়েই অসাধারণ কিছু ছবি উঠে আসবে না!”
যামিনী রায় গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করছেন শম্ভু সেন
অন্য দিকে, নন্দলাল বসু গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ক্লাবের সেইসব উদ্যোমী সদস্যরা, যাঁরা উদয়াস্ত পরিশ্রম করে এই প্রদর্শনীকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।
নন্দলাল বসু গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, চিত্রগ্রাহক থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন, সহ-সভাপতি নরেশ মণ্ডল ও পূর্ণেন্দু চক্রবর্তী, সহ-সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু , ক্লাব সদস্য পঙ্কজ চট্টোপাধ্যায়, তরুণ রায়, শাকিলা খাতুন, অজন্তা চৌধুরী, দীপা চন্দ, প্রলয় চট্টোপাধ্যায়, পঞ্চানন ঘোষাল, আশিস বন্দ্যোপাধ্যায়, সোমা বন্দ্যোপাধ্যায়, শান্তি চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী, শ্রয়ণ সেন ও অন্যরা।