ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের ৪৫তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল কলকাতায়।
২০২৩- ২০২৫ , এই দু’ বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রান্তিক সেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমন কল্যাণ সেন। কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাধনা দাস বসু। এই তিন পদাধিকারীসহ চব্বিশ জনের কর্মসমিতি গঠিত হয়েছে।
ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের মুখপত্র ‘সাংবাদিক’-এর বার্ষিক সাধারণ সভা সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন শম্ভু সেন।
প্রায় দু’শো সদস্য এই সভায় উপস্থিত ছিলেন।