কলকাতা: সোমবার আমরণ অনশন প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তাররা। এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক হয় আন্দোলনকারীদের। ধর্মতলায় অনশন মঞ্চে ফিরে এসে তাঁরা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত সোমবার অনশন প্রত্যাহার করে আন্দোলনকারীরা জানালেন, এ দিনের বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা তাঁদের ভাল লাগেনি। আরজি করের নির্যাতিতা চিকিৎসকেরা বাবা-মায়ের কথাতেই আন্দোলন তুলছেন তাঁরা।
পাশাপাশি, মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছিলেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা। সেই ধর্মঘটও তুলে নেওয়া হল বলে এদিন জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা।
তবে শনিবার আরজি করে রয়েছে মহা কনভেনশন রয়েছে। অর্থাৎ আন্দোলন জারি থাকবে। আন্দোলনকারীরা জানান, তাঁদের আন্দোলনে যেভাবে সাধারণ মানুষ পাশে ছিলেন, অনশন প্রত্যাহার করে নিলেই আন্দোলনে তাঁরা সে ভাবেই পাশে থাকবেন।