‘আমি নন্দীগ্রামের মানুষকে সেলুট করি, নন্দীগ্রামের আর এক নাম সংগ্রাম’: মমতা

কলকাতা: নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে।  মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে জনতা-সংবাদমাধ্যমের মুখোমুখি মমতা। তৃণমূল নেত্রী বলেন,  আজ মনোনয়ন পেশ করলাম। রিবারের মেয়ে। শেখ সুফিয়ান আমার নির্বাচনী এজেন্ট। ছিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও। কোনও বাড়তি ভিড় নেই, নির্বাচন কমিশনের বেধে দেওয়া কোভিড বিধি মেনেই মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো। শুরু হল নন্দীগ্রাম দখলের লড়াইয়ের চূড়ান্ত পর্ব।


আজ আমি নন্দীগ্রামে ফিরব, কাল কলকাতায় যাব। নিজের নাম ভুললেও নন্দীগ্রাম ভুলব না। আশা করব নন্দীগ্রামের মানুষ খুশি। মমতা আরও বলেন, নন্দীগ্রামে কিছু  কর্মসূচি রয়েছে। তাই আজ নন্দীগ্রামেই থাকছি। ভবানীপুরের লড়াই আমার জন্য শক্ত ছিল না। আমার পুরোন জায়গা। তবে নন্দীগ্রামের ব্যাপারটাই আলাদা।

আরও পড়ুনঃ ‘এখন মাননীয়ার মুখে ইনশা আল্লাহ নেই বেড়াল তারা খেলে গাছে ওঠে, সেটা দেখা যাচ্ছে’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর


একসময় নন্দীগ্রামে আন্দোলন করেছিলাম। তাই এই আসনের গুরুত্ব অনেক বেশি।  নন্দীগ্রাম আমার জন্য শুধু স্লোগান নয়। অনেক বড় স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। নন্দীগ্রামকে আমি ভুলতে পারি না। আশাকরি নন্দীগ্রামের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। সবার কাছে শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করছি। নন্দীগ্রামের আর এক নাম সংগ্রাম। আমি নন্দীগ্রামের মানুষকে সেলুট করি। আমি নিজেকে স্ট্রিট ফাইটার ভাবি। নন্দীগ্রামের মা, ভাই, বোনেরা আমায় ভোট দেবেন। তৃণমূল জিতবে। সব জায়গায় তৃণমূল প্রার্থীরা জিতবে। সব আসনের জন্যই আমি প্রার্থনা করছি।”

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস