মানিকতলায় সুপ্তি পাণ্ডেই, রাজ্যের ৪ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

কলকাতা: আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার সেই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।

মানিকতলা কেন্দ্রের জন্য তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল সুপ্তি পাণ্ডের নাম। গত ১১ জুন নবান্নের বৈঠকে প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে প্রকাশিত তৃণমূলের বিজ্ঞপ্তিতে দেখা গেল, সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।

রাজ্যের শাসক দল বাকি তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করেছে। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর।

প্রসঙ্গত, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে। অন্য দিকে, রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে বিধায়কশূন্য রয়েছে মানিকতলা কেন্দ্রটি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন