নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিট – ইউজি (NEET-UG) প্রশ্ন ফাঁস মামলায় প্রথম চার্জশিট দাখিল করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। যাতে চার প্রার্থী, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং দুই কিংপিন সহ ১৩ জনের নাম রয়েছে।
মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রশ্ন ফাঁস দেশের বেশ কয়েকটি অংশে বিক্ষোভের জন্ম দিয়েছে এবং পুনরায় পরীক্ষার দাবি জানিয়ে মামলাও হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও সেই আবেদন খারিজ করেছে সর্বোচ্চ আদালত। জানানো হয়েছে ব্যাপক আকারে কোনও পদ্ধতিগত লঙ্ঘন হয়নি।
এই কাণ্ডে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল বিহারের শাস্ত্রীনগর থানায়। সেটা ৫ মে। দেড়মাস পরে ২৩ জুন তদন্তভার পায় সিবিআই। তার পর থেকে সিসিটিভি ফুটেজ বা টাওয়ার লোকেশনের পাশাপাশি এআইকে কাজে লাগিয়েও তথ্যপ্রমাণ জোগাড়ের মরিয়া প্রয়াস করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নিট নিয়ে বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এখনও পর্যন্ত এই দুর্নীতি মামলায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্য়ে ১৫ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।