148
২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে ডিএলএড পাশ করা শতাধিক চাকরিপ্রার্থীও অংশ নিতে পারবেন— স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই প্রার্থীদের নথি যাচাই করবে। এরপর তাঁদের নিয়েও নতুন করে মেধাতালিকা তৈরি করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগও দিতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে মামলা করেন কিছু নন-ডিএলএড প্রার্থী। সুপ্রিম কোর্টের অনুমতির ভিত্তিতে এনআইওএস থেকে ডিএলএড সম্পূর্ণ করে ফের আবেদন করেন তাঁরা। পর্ষদ তাঁদের বাদ দিলেও হাইকোর্টের নির্দেশে এ বার সেই রাস্তাও খুলে গেল