শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও দু’জন। জানা গেছে, চারজন রোগীকে নিয়ে কলকাতা যাচ্ছিল একটি ভাড়া করা গাড়ি। নন্দকুমারের দিক থেকে রাধামনির দিকে যাওয়ার সময় ১১৬ নম্বর জাতীয় সড়কের কুমরগঞ্জ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেল ট্যাঙ্কারে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সুদীপ মাইতি-সহ তিনজনের। গুরুতর আহত এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।
গাড়ির চালক সুদীপ মাইতির পরিবারের তরফে জানা গিয়েছে, তিনি প্রায় ২০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। নিয়মিত কলকাতা যাতায়াত করতেন। গাড়ির চাকা ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।