গাড়ির চাকা ফেটে বিপত্তি! রোগী নিয়ে কলকাতায় আসার পথে দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও দু’জন। জানা গেছে, চারজন রোগীকে নিয়ে কলকাতা যাচ্ছিল একটি ভাড়া করা গাড়ি। নন্দকুমারের দিক থেকে রাধামনির দিকে যাওয়ার সময় ১১৬ নম্বর জাতীয় সড়কের কুমরগঞ্জ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেল ট্যাঙ্কারে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সুদীপ মাইতি-সহ তিনজনের। গুরুতর আহত এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।

গাড়ির চালক সুদীপ মাইতির পরিবারের তরফে জানা গিয়েছে, তিনি প্রায় ২০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। নিয়মিত কলকাতা যাতায়াত করতেন। গাড়ির চাকা ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ