মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মামলা দায়ের করল রাজ্য সরকার। শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএস)-এর ২২২ ধারা ও ভারতীয় ন্যায় সংহিতা (বিএসআই)-এর ৩৫৬(২) ধারায় এই মামলার শুনানি শুরু হয়েছে।

রাজ্য সরকারের অভিযোগ, কৌস্তভের মন্তব্য শুধু মুখ্যমন্ত্রীর জন্য নয়, সমগ্র নাগরিক সমাজের পক্ষে অপমানজনক। তাই তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ১৮ জুন।

উল্লেখ্য, কৌস্তভ বাগচী এর আগেও বহুবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। বিশেষ করে, প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের লেখা একটি বইয়ের বিভিন্ন অংশ তুলে ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং অধীর চৌধুরীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন।

এমনকি, কৌস্তভের বিরুদ্ধে সম্প্রতি টালিগঞ্জ থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল। এবার রাজ্য সরকারের পক্ষ থেকেই তাঁর বিরুদ্ধে আদালতে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক