ওবিসি তালিকা নিয়ে ফের জট, নতুন তালিকায় স্থগিতাদেশ চেয়ে মামলা হাইকোর্টে, আজ শুনানি

ওবিসি তালিকা নিয়ে ফের বিতর্ক। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে নতুন মামলা দায়ের হয়েছে। অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে এবং যথাযথ সমীক্ষা ছাড়াই রাজ্য তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে। মামলাকারীর পক্ষ থেকে এই তালিকার উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

আজ থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পোর্টাল খুলছে। তার আগে মঙ্গলবার দুপুর ২টোর সময় ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশের বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। ফলে আদালতের রায় কী হয়, সেদিকে নজর সকলের।

আদালতও রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, বিধানসভায় বিল পাশ না করেই রাজ্য সরকার প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছে। ৬৬টি সম্প্রদায় নিয়ে কাজ করার নির্দেশ ছিল, কিন্তু তা মানা হয়নি। নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে রাজ্য, যা আদালতের নির্দেশের পরিপন্থী।

অ্যাডভোকেট জেনারেল পাল্টা জানান, ভর্তি প্রক্রিয়া থমকে গিয়েছে। ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ৬৬টি সম্প্রদায় নিয়ে কাজ করলে হস্তক্ষেপ করবে না। কিন্তু নির্দেশ না মানায় প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, রাজ্য সরকার নতুন ওবিসি তালিকায় ১৪০টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানিয়েছেন, সামাজিক ও আর্থিক মাপকাঠিতে মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী এই তালিকা তৈরি হয়েছে। এর আগে ২২ মে হাইকোর্ট রাজ্যের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল। এবার নতুন তালিকাও আদালতের নজরে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক