আমেরিকায় দফতর হলে সেখানে নিয়ে যেতেন? সায়গল ইস্যুতে হাইকোর্টে ধাক্কা ইডি-র

কলকাতা: গরুপাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে হাইকোর্টে আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার এই মামলার শুনানির শুরুতেই ইডি-কে তীব্র ভর্ৎসনা করে আদালত। এই আর্জি খারিজ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে কেন?

এর আগে দিল্লির নিম্ন আদালতে স্বস্তি পেয়েছিলেন সায়গল। দিল্লির উচ্চ আদালতে কেন সেখানকার নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করা হয়নি, জানতে চান বিচারপতি। একইসঙ্গে আদালত জানতে চায়, গরুপাচার মামলায় সায়গলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে কেন পিএমএলএ আদালতে মামলা করা হয়নি?

বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, “নয়াদিল্লিতে নিয়ে গিয়ে কেন জেরা করতে হবে? তদন্তকারী সংস্থা আমেরিকায় হতে পারে। চাইলে কি তারা সেখানেই নিয়ে যাবে? কিন্তু আপনি তো এখানে মামলা নথিভুক্ত করেছেন। তা হলে কলকাতার পিএমএলএ কোর্টে হাজির না করিয়ে নয়াদিল্লি নিয়ে যেতে চান কেন”?

প্রসঙ্গত, গরু পাচার মামলাতেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। এই সংক্রান্ত মামলা চলছে দিল্লি হাইকোর্টে। ইডিই ওই মামলা দায়ের করেছিল। তবে আদালত সূত্রে খবর, এ দিন কলকাতা হাইকোর্টের একের পর এক প্রশ্নে বেসামাল হয়ে পড়েন ইডির আইনজীবীরা।

আরও পড়ুন: ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও কেন গ্রেফতারি, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিকের আইনজীবী

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক