দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম আলোচনার ইস্যু হয়ে উঠেছে গরু পাচার এবং কয়লা পাচার। শুধু তাই নয়, বিগত বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যে কয়লা এবং গরুপাচার কাণ্ডের তদন্তও জোরসোর ভাবে শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
এবার সেই গরু পাচারকাণ্ডেই তৈরি হল অত্যন্ত চাঞ্চল্যকর মোড়। তৃণমূল কংগ্রেস এর সাংসদ-অভিনেতা দীপক অধিকারী বা দেবকে তলব করল সিবিআই।
সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের কলকাতার দপ্তরে দেবকে উপস্থিত হতে বলা হয়েছে। কয়লা ও গরুপাচার মামলায় পুলিশের কয়েকজন কর্তা ও ইনস্পেক্টরকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই।
কিন্তু অভিনেতা দেব কীভাবে এই কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেলেন সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে সূত্রের খবর, অতীতে একাধিক সাক্ষীর বয়ান থেকেই নাকি দেবের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে।