তদন্তে সব রকমের সহযোগিতার আশ্বাস শিল্পমন্ত্রীর।
ডেস্ক: সোমবার আইকোর চিটফান্ড মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তাঁর কাছে জানতে চান কেন তিনি আইকোরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন? মঞ্চে তিনি কেন ওই সংস্থার সমর্থনে কথা বলেছিলেন?
গত বুধবার নোটিশ পাঠিয়ে এই মামলায় পার্থবাবুকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তবে ই-মেল মারফত তিনি জানিয়ে দেন, ভবানীপুর উপনির্বাচনে ব্যস্ততা এবং নিজের বয়সের কারণে তিনি এ দিন সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না। এর পরই সিবিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁর অফিসে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সিদ্ধান্ত মতোই তৃণমূলের মহাসচিবকে জেরা করতে শিল্প ভবনে যান সিবিআই আধিকারিকরা।
এ দিন বেলা ১২টা নাগাদ ক্যামাক স্ট্রিটের শিল্প সদনে পৌঁছান সিবিআইয়ের তিন প্রতিনিধি। সেখানে প্রায় ঘণ্টাদুয়েক ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। সিবিআই আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটি বিদ্যুতিন সংবাদ মাধ্যমের কাছে পার্থবাবু জানান, আমন্ত্রণ পেয়েই তিনি আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন। এই মামলায় তদন্তকারীদের সব রকমের সহযোগিতার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমি যা জানি, সবই বলেছি। মন্ত্রী হিসেবেই আমাকে ডেকেছিল আইকোর। সবার ব্যালেন্সশিট দেখা কী সম্ভব? তদন্তে সহযোগিতার করছি, ভবিষ্যতেও করব”।
ঘটনায় প্রকাশ, আইকোর চিটফান্ড সংস্থার হয়ে পার্থবাবু বেশ কিছু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন, বক্তব্যও রেখেছিলেন। সেই সব অনুষ্ঠানের ভিডিও ক্লিপিংস মন্ত্রীকে দেখানো হয়। সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করেছেন।
আরও পড়ুন: হাজিরা এড়ালেন নির্বাচনের কাজে ব্যস্ত পার্থ চট্টোপাধ্যায়, বিকল্প পথের ভাবনা সিবিআই-এর
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি আইকোর মামলায় পার্থবাবুকে তলব করে । তদন্তে নেমে ইডি জানতে পারে, আইকোর কর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল তৃণমূলের মহাসচিবের। নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো একাধিকবার স্পনসর করেছিল চিটফান্ড সংস্থা আইকোর। ওই পুজো কমিটির সভাপতি পার্থবাবু।