কলকাতা: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট পেশের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আদালতের নির্দেশ মেনে বুধবার অভিযুক্তদের আইনজীবীদের হাতে সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে। এই নথিগুলি খতিয়ে দেখার জন্য শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে, ওই দিন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন সন্দীপ ঘোষের আইনজীবীরা।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর আইনজীবীরা আদালতে জানান, সিবিআই ৪৬২টি নথির মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২১৬টি দিয়েছে। অসম্পূর্ণ নথি নিয়ে কীভাবে শুনানি হবে, সে প্রশ্নও তোলেন তাঁরা।
এর পরিপ্রেক্ষিতে বিচারপতিরা সিবিআইকে নির্দেশ দেন, বুধবারের মধ্যেই সমস্ত নথি অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করে। জনস্বার্থে দ্রুত মামলার শুনানি প্রয়োজন বলেও মত দেন বিচারপতিরা।
সেই নির্দেশ মেনে বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, তারা সমস্ত নথি হস্তান্তর করেছে। সন্দীপ ঘোষের আইনজীবীরা নথি যাচাই করার জন্য অতিরিক্ত সময় চান। আদালত তাঁদের শনিবার পর্যন্ত সময় দিয়েছে, যার মধ্যে তাঁরা তাঁদের বক্তব্য পেশ করতে পারবেন। নথি নিয়ে কোনও আপত্তি থাকলে সেটাও ওই দিন আদালত শুনবে।
নথি হস্তান্তরের ফলে দ্রুত সওয়াল-জবাব পর্ব শেষ করে চার্জশিট দাখিলের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।