কলকাতা: আরজি কর-কাণ্ডে প্রথম চার্জশিট গঠন করল সিবিআই। যা শিয়ালদহ আদালতের জমা দিলেন সিবিআইয়ের আইনজীবীরা। সূত্রের খবর, এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে একজনের নাম উল্লেখ করা হয়েছে। ধর্ষণ ও খুনের মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে।
নির্যাতিতার মৃত্যুর ৫৮ দিন পর এই চার্জশিট গঠন করা হল। চার্জশিটে ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছে বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়েরই। সে একাই এই কাজ করেছে বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। জানা গিয়েছে, ৫৫ পাতার চার্জশিটে রয়েছে ২০০ জন সাক্ষীর বয়ান।
নিহত মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকেই রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তাঁরা টানা অনশন কর্মসূচি পালন করছেন এবং সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, সিবিআইয়ের এই চার্জশিটের বিষয় নিয়ে এখনও মন্তব্য করতে চাইছেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তবে তাঁদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা যাচ্ছে, কারণ তাঁরা আশা করছেন যে, চার্জশিটের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
সিবিআইয়ের তদন্ত ও চার্জশিট নিয়ে রাজ্যের চিকিৎসক মহলের মধ্যে আলোচনা এবং প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অচিরেই এই মামলার শুনানির দিকে নজর থাকবে সবার।