প্রথম পাতা খবর কার্তি চিদম্বরমের সম্পত্তিতে হানা CBI-এর

কার্তি চিদম্বরমের সম্পত্তিতে হানা CBI-এর

250 views
A+A-
Reset

চিনা নাগরিকের সঙ্গে টাকা লেনদেনের অভিযোগ, চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরমের নামে থাকা একাধিক সম্পত্তিতে সিবিআই হানা দিল। এর আগে এয়ারসেল-ম্যাক্সিস কাণ্ডে দুর্নীতি এবং অর্থপাচার মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমের নাম জড়িয়েছিল। কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে কংগ্রেসের এই নেতাদের।

কংগ্রেস নেতার ছেলের ৯টি বাড়ি ও অফিসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তল্লাশি অভিযান চলছে। দিল্লি, চেন্নাই, ওডিশা, পঞ্জাব এবং কর্নাটকে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ তথা চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরমের সঙ্গে যুক্ত একটি মামলার ঘটনায় এই তল্লাশি অভিযান। এ বিষয়ে কার্তি চিদম্বরম টুইট করে জানান, এইরকম কতবার যে তল্লাশি অভিযান হল, তা তাণর জানান নেই।

পঞ্জাবের একটি প্রকল্পের কাজ করার জন্য কিছু চিনা নাগরিকের ভিসা সহজতর করার জন্য ৫০ লাখ ইয়েন নিয়েছিলেন অবৈধ ভাবে। এমনই অভিযোগ চিদম্বরম জুনিয়রের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.