কলকাতা: মঙ্গলবার সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সিবিআই তলব নিয়ে চর্চার মধ্যেই টুইট করে আদালত অবমাননার অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টুইট করে সিবিআইয়ের পাঠানো সমনের প্রতিলিপিও প্রকাশ্যে এনেছেন তিনি।
সোমবারই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়ে জানিয়েছিল, কুন্তলের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এ দিন বেলা ১.৪৫টা নাগাদ অভিষেককে হাজিরার ওই নোটিস পাঠানো হয় বলে খবর।
টুইটে অভিষেকের দাবি, তাঁকে হেনস্থা করার জন্য অকারণ ‘টার্গেট’ করা হচ্ছে। এমনকী তাঁকে সমস্যা ফেলার জন্য বিজেপির অঙ্গুলিহেলনে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি আদালত অবমাননা করতে পিছপা হচ্ছে না বলেও জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।