Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৬ মাসে জিজ্ঞাসাবাদ ১৬ জনকে, নিয়োগ-কাণ্ডে সিবিআই তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় - NewsOnly24

৬ মাসে জিজ্ঞাসাবাদ ১৬ জনকে, নিয়োগ-কাণ্ডে সিবিআই তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতি নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ বার তদন্তের দায়িত্বে থাকা সিটে বড়োসড়ো রদবদলের নির্দেশ দিলেন তিনি।

গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের অগ্রগতিতে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগেও একাধিকবার তদন্তের গতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। বুধবার বিচারপতির প্রশ্ন, “গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলায় ১৮ মে ৫৪২ জন চাকরিপ্রাপককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলাম। এখনও পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে”?

হাইকোর্টে সিবিআই জানায়, “১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা বৃহত্তর চক্রান্তের বিষয়টি দেখছি, টাকার উত্‍স খুঁজছি। কাদের কাছে এই টাকা গিয়েছে তা দেখা হচ্ছে, আমরা নথি সংগ্রহ করছি”।

সিবিআই-এর মন্তব্যে বিচারপতি বলেন, “৬ মাস কেটে গিয়েছে, কিছুই করেননি, এবার তো পরিসংখ্যান জানতে হবে”। সিবিআই-এর তথ্য অনুযায়ী, মোট অভিযুক্ত চাকরিপ্রাপকের ৫ শতাংশকেও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সিবিআইয়ের এই পরিসংখ্যান দেখেই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় সিটে রদবদলের নির্দেশ দেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সিট পুনর্গঠন করা হবে। চার জন আধিকারিকের নাম চান তিনি। তাতে অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী এবং ওয়াসিম আক্রম খানের নাম দেয় সিবিআই।  পুনর্গঠিত সিট-কে ২১ দিনের মধ্যে ৫৪২ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিজেপি নেতার দলিল কেন প্রতারকের ঘরে? দিলীপকে নিশানায় রেখে প্রশ্ন মমতার

Related posts

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের

ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি