শুক্রবার শিয়ালদহ আদালতে আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও হত্যা মামলার তিন পাতার ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিল সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, তিন ব্যক্তির ফোনের ‘কল ডিটেলস’ খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা চলছে।
নির্যাতিতার বাবা জানিয়েছেন, সিবিআই নতুন করে তদন্ত করছে, তার প্রমাণ আদালতে দেওয়া হয়েছে। তবে তদন্তের অগ্রগতি দ্রুত চান তাঁরা। বিচারক তাঁদের ধৈর্য ধরতে বলেন এবং আশ্বস্ত করেন যে প্রক্রিয়া এগিয়ে চলেছে।
ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ১৬ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে নতুন তথ্যপ্রমাণ পেলে আদালতে জানানো হবে। আগামী ২৮ এপ্রিল পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে।