রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে মণীশকে তলব করেছে সিবিআই। আগেও একবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েন এই আইএএস অফিসার।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার প্রকাশ্যেই দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, তৎকালীন শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সব তথ্যের ভিত্তিতেই শিক্ষাসচিবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন