কলকাতা: বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে শুনানি আরজি কর মামলার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি।
গত ৯ আগস্ট ভোরে আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তারপর থেকে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চললেও স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে বৃহস্পতিবারের মধ্যে তদন্তের স্টেটাস রিপোর্ট চেয়েছিল সর্বোচ্চ আদালত।
গত সোমবার এই মামলার শুনানিতে এই ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। ওই ঘটনায় তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কতটা এগিয়েছে তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো এ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই মর্মে রিপোর্ট দিতে হবে আদালতে।