পূর্ব বর্ধমানের কালনায় দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্গনা হালদারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালনা স্টেশনের পাশে রেললাইনের ধারে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কিছুক্ষণের আগেই সে ফোনে মাকে বলেছিল, “ওরা আমাকে বাঁচতে দেবে না,” এমনটাই দাবি করেছেন মৃতার কাকা।
মৃত্যুর আগে ছাত্রীকে কালনা স্টেশন সংলগ্ন এলাকায় হাঁটতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার সন্ধ্যা ৬.৩৭ টায় সে স্বাভাবিকভাবে হাঁটছিল এবং পিঠে স্কুল ব্যাগ ছিল। ঠিক আধা ঘণ্টার মধ্যেই তার মৃতদেহ জিউধারা রেল গেটের কাছে পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, মৃত্যুর পিছনে রহস্য রয়েছে এবং তাঁরা ফরেনসিক ময়নাতদন্তের দাবি জানিয়েছেন। দেহটি বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনার পর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছেন যে সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা উচিত।