প্রথম পাতা খবর বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ কলকাতার সাফল্য উদযাপন

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ কলকাতার সাফল্য উদযাপন

571 views
A+A-
Reset

কলকাতা: বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সদ্যই কলকাতা সেন্টারের ২ বছরের সাফল্য উদযাপন করলো। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কেন্দ্রটি তাদের সার্বিক ফার্টিলিটি কেয়ার এবং বিশ্বমানের পরিষেবার মাধ্যমে অনেক দম্পতিকে সন্তানলাভের সুখ উপহার দিয়েছে। শুধু কলকাতাই নয়, সংলগ্ন হাওড়া, হুগলী, বর্দ্ধমান এবং মেদিনীপুরের মতো এলাকার মানুষও এই পরিষেবা পেয়েছেন।

এই বিশেষ মুহুর্তকে স্মরন করতে, ডঃ সৌরেন ভট্টাচার্য্য, সেন্টার হেড অ্যান্ড কনসালটেন্ট এবং ডঃ স্বাতী মিশ্র, কনসালটেন্ট এর নেতৃত্বাধীন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ এর চিকিৎসক দল রোগীদের নানা কাহিনী ভাগ করে নেওয়ার মাধ্যমে ক্লিনিক্যাল উৎকর্ষের দৃষ্টান্তকে তুলে ধরেছেন। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, সব ধরণের ফার্টিলিটি এবং আইভিএফ চিকিৎসার জন্য একটি সার্বিক কেন্দ্র হিসাবে কাজ করে।

উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সব রোগীরা যারা এখান থেকে ফার্টিলিটি চিকিৎসা করিয়ে সন্তান লাভের সুখ উপভোগ করছেন। দম্পতিদের হাসিখুশি মুখ, তাদের ফেলে আসা কঠিন সময়, টিকে থেকে লড়াইতে জয়ী হওয়ার দৃপ্ত মানসিকতার প্রতিফলন ঘটায়।

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও একটানা পাশে থাকার দায়বদ্ধতার সঙ্গে তাদের সন্তানলাভের এই সফরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এই সব রোগীদের উপস্থিতি, ২ বছরের এই উদযাপনে ইতিবাচক এবং আরো ব্যক্তিগত স্পর্শ যোগ করেছে, পাশাপাশি ব্যক্তি ও পরিবারগুলির উপর বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ এর সদর্থক প্রভাবকে তুলে ধরে।   

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.