উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল নিষিদ্ধ, টোকাটুকি ধরা পড়লেই পরীক্ষা বাতিল

সিবিএসইর পর এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় মোবাইল এবং টোকাটুকি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল। জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে বা টোকাটুকি করলে পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক নতুন ব্যবস্থা নিয়েছে সংসদ। পরীক্ষার হলে প্রত্যেক ঘরে অন্তত দু’জন করে পর্যবেক্ষক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন পর্যবেক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। কোনও ঘরে ৫০ জনের বেশি পরীক্ষার্থী থাকলে সেখানে তিনজন পর্যবেক্ষক থাকবেন। তবে শিক্ষক সংগঠনগুলির দাবি, উচ্চ মাধ্যমিক স্কুলে এত শিক্ষক নেই, ফলে এই নিয়ম কার্যকর করতে হলে সরকারের শিক্ষক নিয়োগ করা প্রয়োজন।

৩ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত হবে। সংসদ জানিয়েছে, এ বছর থেকে ছোট প্যাকেটে প্রশ্নপত্র পাঠানো হবে, যা পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে। পরীক্ষার দিন ভেনু সুপারভাইজারদের সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে এবং পর্যবেক্ষকদের সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া কোনও বৈদ্যুতিন যন্ত্র পরীক্ষার হলে আনা যাবে না। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনোর আগেই পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অনধিকার চর্চা নিষিদ্ধ থাকবে, বন্ধ থাকবে ফটোকপির দোকান ও মাইকের ব্যবহার।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?