ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

বীরভূম: ভোটের ডিউটি করার সময়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ২০৩ নম্বর বুথে। ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য।

ঘটনায় প্রকাশ, চেয়ারে বসে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কমিশন সূত্রে খবর ওই বিএসএক কর্মীর নাম মহেন্দ্র সিং। তিনি বিএসএফের এএসআই পদে রয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা বলেছেন, হার্ট অ্যাটাকেই ওই সেনাকর্মীর মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান, অত্যধিক গরমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে ওই জওয়ানের।

ময়নাতদন্ত হচ্ছে বলে জানিয়েছে কমিশন। মৃত জওয়ান উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন