শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি, শমসেরগঞ্জ-সহ একাধিক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার কলকাতা হাই কোর্টের নির্দেশে জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাতভর রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টহল দিয়েছে আধা সেনা।
রবিবার সকাল থেকেও চলছে রুট মার্চ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত হিংসায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে অন্তত ১৩৮ জনকে।
পরিস্থিতি পর্যবেক্ষণে মুর্শিদাবাদে পৌঁছেছেন এডিজি সিদ্ধি নাথ গুপ্ত এবং বিনীত গোয়েল। রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি।
শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং ডিজির সঙ্গে ভিডিয়ো বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। শুধু মুর্শিদাবাদ নয়, আশেপাশের জেলাগুলিতেও সতর্কতা জারি করে সংবেদনশীল এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্র।