কলকাতা: ফের সিদ্ধান্ত বদল করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। আরও একমাস সময় সীমা বাড়ানো হল বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার জন্য। অর্থাৎ ৩১ শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে। ইতিমধ্যেই নবান্নকে চিঠি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। এর মধ্যে মোট ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ টি বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এই সময়ের মধ্যে ১০ লক্ষ ৫০ হাজার বাড়ি তৈরির অনুমোদন দিয়ে দেওয়া হয়। উপভোক্তাদের তালিকা থেকে অনেক নাম বাদ যায়। কেন্দ্র সমসীমা বাড়ানোয় বকেয়া ১০ শতাংশ অনুমোদনেও আর কোনও জটিলতা রইল না। অর্থাৎ বরাদ্দ কোটার সবটাই পাবে বাংলা।
তবে এই ঘটনা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ঘটেছে, তেমনটা নয় বলেই জানা যাচ্ছে। নবান্নের আধিকারিকদের ব্যাখ্যা, সারা দেশে এখনও পর্যন্ত প্রায় ১৪ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যায়নি। তবে অনুমোদনের সময়সীমা বাড়ানো হলেও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রের তরফে এখনও রাজ্যকে অর্থ বরাদ্দ করা হয়নি। যা নিয়েও কেন্দ্র-রাজ্য বাক্যুদ্ধ চলছেই।