এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির কুচকাওয়াজে আর কোনোভাবেই অংশ নিতে পারবে না বাংলার সুসজ্জিত ট্যাবলো। কারণ ট্যাবলো বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার যে আবেদন কেন্দ্রের কাছে রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই আবেদনও মঙ্গলবার খারিজ করে দিয়েছে কেন্দ্র।
এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির রাজপথে যে ট্যাবলো নামানোর পরিকল্পনা করেছিল রাজ্য সরকার, তা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের উপর নির্মিত।
কিন্তু অত্যন্ত বেদনার বিষয় হল, বাংলার প্রস্তাবিত সেই ট্যাবলো খারিজ করে দেয় কেন্দ্রের সংশ্লিষ্ট কমিটি। এরপর এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই পুনর্বিবেচনার আবেদন এর জবাব দেয় কেন্দ্র। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীর সেই আবেদনও না মঞ্জুর করেছে কেন্দ্র। আরও জানা গিয়েছে, এই বিষয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ট্যাবলো বাতিলের কারণ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে চিঠিও পাঠিয়েছেন।