এনডিএ জোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই দ্রৌপদী মুর্মুকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরই দ্রৌপদী মুর্মুকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র।

মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসাবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষণা করেন জেপি নড্ডা। অন্য দিকে বিরোধীদের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি পদের লড়াইয়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্‌হা।

ওড়িশার এক সাওতাল পরিবারে জন্ম নেওয়া দ্রৌপদী ১৯৯৭ সালে রায়ারংপুর পঞ্চায়েতের একজন কাউন্সিলর হিসাবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০০ এবং ২০০৪ সালে বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী হন দ্রৌপদী। ২০১৫ সালে তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলার রাজ্যপাল হিসাবে শপথ নেন।

বিজেডির থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরও ২০০৯ সালে তিনি তাঁর বিধানসভা আসনটি ধরে রেখেছিলেন।

আরও পড়ুন

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক