প্রথম পাতা খবর ঢেলে সাজানো হবে কলকাতা ও সংলগ্ন নদীপথ পরিবহণ, কেন্দ্র-রাজ্য মৌ সাক্ষর

ঢেলে সাজানো হবে কলকাতা ও সংলগ্ন নদীপথ পরিবহণ, কেন্দ্র-রাজ্য মৌ সাক্ষর

814 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের নদীপথ পরিবহণ পরিকাঠামো কে ঢেলে সাজাতে বিশ্ব ব্যাংক, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহণ পরিকাঠামো তৈরীর জন্য বিশ্ব ব্যাংক ১০৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৬৭ কোটি টাকা। বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প রূপায়ণ হলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার তিন কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন।

জলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে । রাস্তায় গাড়ির চাপ কমবে । সেই সঙ্গে কমবে পরিবেশ দূষণও । এই প্রকল্প কলকাতা বন্দরকেও চাঙ্গা করবে ।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব সি এস মহাপাত্র বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে অন্তর্দেশীয় জলপথ একদিকে যেমন সাশ্রয়ী, একইসঙ্গে তা পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্প পশ্চিমবঙ্গের জলপথ পরিবহন পরিকাঠামোকে আধুনিক করে তুলবে।

এর ফলে কলকাতার বাজার এবং কর্মস্থলের সঙ্গে দূরবর্তী এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব সিএস মহাপাত্র, ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জুনায়েদ আহমেদ এবং রাজ্যের তরফে ডেপুটি রেসিডেন্ট কমিশনার রাজদীপ দত্ত উপস্থিত ছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.