৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, তালিকায় ক্যানসার ও ডায়াবিটিসের ওষুধও

প্রতীকী ছবি

ক্যানসার, ডায়াবিটিস-সহ ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি গেজ়েট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (NPPA)।

নতুন তালিকায় রয়েছে মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার ও গ্যাস্ট্রিক ক্যানসারের ওষুধও। রিলায়েন্স লাইফ সায়েন্সেসের তৈরি ‘ট্রাস্টুজ়ুমাব’ ওষুধটির ভায়াল প্রতি দাম বেঁধে দেওয়া হয়েছে ১১,৯৬৬ টাকা। টরেন্ট ফার্মার একটি ওষুধ, যাতে ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজ়ল ও অ্যামোক্সিসিলিন রয়েছে— তার প্রতিটি ট্যাবলেটের দাম নির্ধারিত হয়েছে ১৬২.৫০ টাকা।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত সিটাগ্লিপ্টিন-সহ ২৫টি ওষুধ, এবং কিছু সংস্থার তৈরি প্যারাসিটামলের দামও এবার নির্ধারিত হল। ওষুধগুলির দাম বেঁধে দেওয়া হয়েছে ২০১৩ সালের ওষুধ মূল্য নিয়ন্ত্রণ বিধি মেনে।

এর আগে এপ্রিলে ৭৪৮টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম ১.৭৪ শতাংশ বাড়ানোর অনুমতি দিয়েছিল এনপিপিএ। ওই তালিকায় ছিল প্যারাসিটামল, কাশি, ডায়াবিটিস, রক্তচাপ, ভিটামিন, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ।

গত বছরের অক্টোবরে কাঁচামালের দাম বৃদ্ধির জেরে অ্যাজ়মা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা-সহ বেশ কয়েকটি রোগের ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক