প্রথম পাতা খবর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফিরিয়ে আনল কেন্দ্র

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফিরিয়ে আনল কেন্দ্র

481 views
A+A-
Reset

নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বড় পদক্ষেপ। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনা হল।

দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল প্রক্রিয়া চালু করার ঘোষণা করেছে। এর ফলে এই দুই শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরবর্তী শ্রেণিতে উঠতে পারবে।

আগে ‘নো ডিটেনশন পলিসি’র আওতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় ফেল হলেও শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ দেওয়া হত। তবে শিক্ষামন্ত্রকের মতে, এই নীতির কারণে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছিল। তাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে ফের চালু করা হল পাশ-ফেলের নিয়ম।

পঞ্চম বা অষ্টম শ্রেণির পরীক্ষায় কোনও বিষয়ে ফেল করলে শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। দ্বিতীয় পরীক্ষায়ও ফেল করলে, তাদের একই শ্রেণিতে পুনরায় পড়তে হবে।

শিক্ষার্থীদের উন্নতিতে শিক্ষকদের ভূমিকা আরও বাড়ানো হবে। ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ নজরদারি ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না।

২০১৯ সালে মোদি সরকার শিক্ষার অধিকার আইন সংশোধন করে পাশ-ফেলের নিয়ম ফেরানোর উদ্যোগ নিয়েছিল। তখন ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চলে তা কার্যকর করা হয়। এবার কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে এই নীতি চালু হলেও, রাজ্যগুলির কাছে এই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.