122
ঝাড়গ্রামের তেলিঘানার জঙ্গল থেকে ১২-১৫ কিলোমিটার বনপথ পেরিয়ে শনিবার রাতে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে পৌঁছেছিল বাঘিনি জিনত। রবিবার সারা দিন সেখানেই লুকিয়ে ছিল সে। বন দফতরের আশঙ্কা ছিল, রবিবার রাতে জিনত ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের দিকে চলে যেতে পারে।
এই সম্ভাবনা মাথায় রেখে রবিবার রাত থেকে সম্ভাব্য রাস্তাগুলিতে নজরদারি চালানো হয়। তবে এখনও পর্যন্ত জিনত রাইকা পাহাড়ের জঙ্গলেই রয়েছে বলে বন দফতরের সূত্রে খবর। সোমবার দিনভরও তার গতিবিধি ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বন দফতরের কর্মীরা জিনতকে ধরার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে তাকে দলমা পাহাড়ের দিকে পাড়ি দেওয়ার আগে আটকানোই এখন তাঁদের মূল লক্ষ্য।