প্রথম পাতা খবর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবারও বাতিল বাংলার ‘ট্যাবলো’

প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবারও বাতিল বাংলার ‘ট্যাবলো’

394 views
A+A-
Reset

ফের একবার মোদী সরকারের বদান্যতায় ব্রাত্য হল বাংলা। ২০২০ মতো এবারেও দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ পড়েছে রাজ্যের ট্যাবলো! সূত্রের খবর এমকটাই।

দিল্লিতে কেন্দ্র সরকারের উদ্যোগে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজপথে সেনার কুচকাওয়াজ সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই শোভাযাত্রায় বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকে। ২০২০ সালে বাংলার থিম ছিল ‘কন্যাশ্রী’। যা প্রতিরক্ষামন্ত্রক স্বীকৃতি দেয়নি। এবারেও ফের একবার একই ঘটনা ঘটলো।

অন্যান্যবারের তুলনায় এবারের বিষয়টা একটু হলেও আলাদা। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে এবারে প্রজাতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব’।

কেন্দ্রের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবারে রাজ্যের তরফে ট্যাবলোর বিষয় ছিল বাংলা তথা দেশের স্বাধীনতার নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশের স্বাধীনতায় নেতাজির অবদান সেই সঙ্গে এবারে দেশনায়কের ১২৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই এই থিম ঠিক করা হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.