বিজেপিতে যোগ দিচ্ছেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই, পরবর্তী পদক্ষেপ কী

রাঁচি: আপাতত বিজেপিতে যোগদান অথবা রাজনীতি থেকে অবসরের জল্পনা খারিজ করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। বুধবার নিজস্ব রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী পদক্ষেপ এক সপ্তাহের স্পষ্ট হয়ে যাবে।

এর আগে চম্পাই নিজের সামনে তিনটি বিকল্পের কথা উল্লেখ করেন। রাজনীতি থেকে অবসর নেওয়া, একটি নতুন দল তৈরি করা বা অন্য “সঙ্গী”র হাতে হাত রাখা। যাইহোক, এবার তিনি বললেন, “অবসর নেবেন না”, অন্য দুটি বিকল্প খোলা আছে। তাঁর কথায়, “আমি হয় একটি নতুন সংগঠনকে শক্তিশালী করব বা পথে অন্য বন্ধুর সমর্থন খুঁজব”।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই এমন মন্তব্য করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি কেন নিজের দল গঠন করতে পারছি না? এটা (আমার পরবর্তী পদক্ষেপ), সেটা এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”

গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেফতার করে ইডি। একটি জমি কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করা হয়। ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী হন চম্পাই। তবে হেমন্ত জামিন পেয়ে বাইরে এলে তিনি ৩ জুলাই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক