ফের মুখ্যমন্ত্রী পদে বসছেন হেমন্ত সরেন

পাঁচ মাস পর সদ্য জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সরেন। জামিন পেয়ে জেল থেকে বেরনোর এক সপ্তাহের মাথাতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরতে চলেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পাই সোরেন। তার পরেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত।

জমি কেলেঙ্কারি মামলায় জানুয়ারি মাসে জেলে গিয়েছিলেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও জেলে যাওয়ার আগে, রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। গত সপ্তাহে তিনি জামিন পান। সে রাজ্যের শাসক জোট, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি হেমন্ত সোরেনকেই নেতা নির্বাচিত করেছে। জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের সে রাজ্যের কুর্শিতে বসবেন হেমন্ত।

প্রসঙ্গত, হেমন্ত জেলে যাওয়ার আগে চম্পাই সোরেনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদে। আজ তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপরই জানা যায়, মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে